উহুদের যিহাদে ৭০ জন সাহাবী শাহাদাতের সূধা পান করেছিলেন! যুদ্ধ শেষে শহীদদের এনে এক জায়গায় শোয়ানো হচ্ছিল। রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি গুনে দেখেলেন ৬৮ জন। ২ জন নেই … একজন উনার চাচা হামজা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু আরেকজন হানজালা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিচলিত হয়ে সব সাহাবাদের পাঠালেন শহীদদের খুঁজার জন্য। হটাৎ বোরকা পরা একজন মহিলা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট এসে দাঁড়ালেন। তিনি একজন মহিলা সাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আন্হা। তিনি বললেন; ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকে আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন। রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন; হ্যাঁ আমি তো হানজালা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুর বিয়ে পড়িয়েছি। যার বিয়েতে খুশি করে আমি খুরমা খেজুর ছিটিয়ে ছিলাম। মহিলা সাহাবী বললেন; ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার হাতটা দেখেন। হাতের মেহেদী এখনও শুকায়নি। কাল বিকেলে হানজালা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুর সাথে আমারই বিয়ে হয়েছিল, আর রাত ২টা বাজে উহুদের যুদ্ধের জন্য তিনি বের হয়ে গেছেন। বাসর রাতে উনার সাথে আমার ভালোভাবে পরিচয়ই হয়নি। যাওয়ার আগে শুধু বলে গেছেন “যদি ফিরে আসি তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে”। মহিলা সাহাবী বললেন; ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যাওয়ার আগে আমার কপালে একটা চুম্মন করে গেছেন। লজ্জায় বলতেও পারিনি যে আপনার জন্য গোসল ফরজ। রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মহিলা সাহাবী বললেন ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, শহীদদের তো আপনি গোসল দেন না, কিন্তু আমার আর্জি আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন। রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বললেন ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হানজালা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুকে পাওয়া গেছে। সবাই গেলেন, গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতর শহীদের মাথায় পানি। রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাথায় হাত দিলেন। তখন জীবরাঈল আলাইহিস সালাম আসলেন! …এসে বললেন; ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হানজালা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুর এই কোরবানীতে মহান আল্লাহ্ পাক এতটাই খুশি হয়েছেন যে জীবরাঈল বাহিনীকে আদেশ করলেন উনাকে নিয়ে আসতে। …ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা ফেরেশতারা উনাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং উনার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন এটা আল্লাহ্ পাক উনার বিশেষ খুসবু মিশ্ক আম্বর আতরের, যা কাফনের কাপড়ে মাখা হয়েছে। সুবহানাল্লাহ্!
ঘটনাটি বর্ননা করার পরে আর কিছুই বলতে ইচ্ছে করছে না। হাজার লক্ষ কোটি দিক নির্দেশনায় হারিয়ে যাচ্ছি। মহান আল্লাহ্ পাক যদি আমাকে এভাবে কবুল করতেন, কতইনা উত্তম হত। আমীন!
[বিঃদ্রঃ ঘটনাটি পড়ে আমি আমার ভাষায় বর্ননা করলাম। তথ্যগত ভুল থাকলে সংশোধনে সাহায্য করবেন।]
সংগৃহিত লিংক: https://www.facebook.com/photo.php?fbid=1181307898565286&set=a.1007219379307473.1073741826.100000582601623&type=3&theater